চীনে ভিমরুলের আক্রমণে ৪২ জনের মৃত্যু
ভিমরুলের আক্রমণে উত্তর-পশ্চিম চীনের শানঝি প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় হাজারের বেশি। বৃহস্পতিবার চীনের স্বাস্থ্য বিভাগ এক সরকারি বিবৃতিতে একথা জানিয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে এই ভিমরুলের উৎপাত শুরু হয়। প্রাথমিকভাবে ২০৬ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু মাছির কামড়ে চিকিৎসাধীনদের রক্তে বিষক্রিয়া বেড়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়। সম্প্রতি ওই অঞ্চলে ভিমরুলর কামড় ও দৌরাত্ম্য বেড়েছে নজিরবিহীনভাবে।...
Posted Under : Health News
Viewed#: 29
আরও দেখুন.

